প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ১৩

  |  ০৩:২৪, এপ্রিল ২৫, ২০২১
www.adarshabarta.com

Manual4 Ad Code

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস,  লাইলাতুল কদরের মাস সুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের  সাথে সম্পর্ক বৃদ্বি করাকোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত  করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ  একটি আয়াত  মুখস্ত করা, একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষা করা

 

কোরআন

 

يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ

হে লোকেরা! তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নসীহত এসে গেছে। এটি এমন জিনিস যা অন্তরের রোগের নিরাময় এবং যে তা গ্রহণ করে নেয় তার জন্য পথ নিদর্শন ও রহমত ”(১০:৫৭ )

 

হাদিস

আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত :

Manual2 Ad Code

রাসূলুল্লাহ সঃ এমনিতেই সর্বাধিক দানকারী ছিলেন  কিন্তু তিনি রামাদানে জিবরীল আঃ এরসাথে সাক্ষাতের পর প্রবাহমান বাতাসের মতো উন্মুক্ত হস্ত অধিকতর দাতা হয়ে যেতেন(বুখারী )

 

দোয়া

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ

الظَّالِمِينَ

তুমি ছাড়া আর কোন ইলাহ নেই, পবিত্র তোমার সত্তা, অবশ্যই আমি অপরাধ করেছি।”(২১:৮৭ )

Manual1 Ad Code

 

মোহাম্মদ মখলিছুর রহমান

লন্ডন

Manual1 Ad Code
Manual2 Ad Code