প্রচ্ছদ

রফিকুল নাজিম-এর ছড়া “বঙ্গবন্ধু”

  |  ১০:৩৭, মার্চ ২২, ২০২১
www.adarshabarta.com

Manual8 Ad Code

বঙ্গবন্ধু

Manual6 Ad Code

রফিকুল নাজিম

যাদুকর বাঁশিওয়ালাকে
দেখি অবাক চোখে
হিমালয়ের মত বিশাল উঁচু
কে তাঁহাকে রুখে?

Manual3 Ad Code

বুকটা তাঁহার পাথর পাহাড়
বটের মতো দাঁড়ান
দেশটা তাঁহার মায়ের মতো
রক্ষায় হাতটা বাড়ান।

Manual7 Ad Code

আঙুল তাঁহার যাদুর কাঠি
ভয়ে কাঁপে শোষক,
৭ই মার্চের আগুন ভাষণ
স্বাধীনতার ঘোষক।

মায়ার সাগর প্রেমের নাগর
দেশের তরে মাথা,
বীরের ত্যাগে দেশটা পেলাম
ইতিহাসে গাঁথা।

মাধবপুর, হবিগঞ্জ।
০১৭১৬৩৮৩৪৩৮

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code