প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা

  |  ০৮:৩৮, জুন ০৮, ২০২০
www.adarshabarta.com

Manual1 Ad Code

আমার ছোটবেলা

সুফিয়ান আহমদ চৌধুরী

আমার ছোটবেলা পড়ছে মনে ভীষন মনে
কী যে
সবার মায়া আর আদরেতে বেড়ে উঠা
এই নিজে।

পাঠশালা আর ইশকুল জীবনের স্মৃতি
গাঁথা সে দিন
আজও বাজে রিনি ঝিনি,বাজে কত মিষ্টি
মধুর বীণ।

পড়ালেখা আর খেলাধূলায় ছুটোছুটি
আনন্দ প্রীতি
সাথীদের নিয়ে মেতে থাকার কত রঙিন
জীবন স্মৃতি।

আমার ছোটবেলা আজও টানে সেই দিন
টানে কত
মনে ভীড় করে বেড়ে ওঠার দিনগুলো স্বপ্ন অবিরত।

Manual5 Ad Code

পড়ছে মনে বাবা মা আর ভাই বোনের কত মায়া মিষ্টি
স্মৃতির বেলা শিশু- কিশোর বেলা কাড়ে
আজও দিষ্টি।

Manual5 Ad Code

পড়ছে মনে জড়িয়ে পড়ার লেখালেখির
সেই দিন- লগ্ন
সংগঠন,সংকলন আর সাথীদের নিয়ে
জীবন রঙে মগ্ন।

Manual3 Ad Code

জীবন মিছিল নিয়ে চলার পথ শুরু ইশকুল জীবনে হয়
এভাবে এগিয়ে চলার দিন সিঁড়ি ভেঙ্গে কি
নির্ভয়ে জয়।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code