প্রচ্ছদ

সুফিয়ান চৌধুরী-এর সময়ের ছড়া

  |  ০৯:২৫, মে ১০, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

Sufian Choudhury

Manual6 Ad Code

করোনা দিনে

বেশটা দেখো ভেলকি দেখো
দেখো আহা সকলে,
বাজার দেখো স্বভাব দেখো
সব কিছু দখলে।

Manual6 Ad Code

অভাব নেই সুখেই বেশ
চলে ডাঁটে বেশটা,
সুখটা মনে সুখটা নিয়ে
এই বেশ বেশটা।

নাদুস নুদুস চেহারা নিয়ে
হাঁটেন নিয়ে বাজার,
করোনা সাথে নিয়েই তিনি
ভাবনা করে হাজার।

করোনা দিনে করোনা নিয়ে
ফিরে ঘরে চমকে,
করোনা রোগে ধরলো যেই
যায় সুখ থমকে।

Manual8 Ad Code

বাজার থেকে করোনা এলো
রোগ কী যে বাড়ছে,
করোনা রোগে জীবন নাশে
হাসি খুশি কাড়ছে।

(কবি সুফিয়ান চৌধুরী
নিউইয়র্ক, আমেরিকা)

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code