প্রচ্ছদ

শনিবার থেকে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হবে: ডা. জাফরুল্লাহ চৌধুরী

  |  ১০:৫৫, মে ০৬, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি, আদর্শবার্তা:

আগামী শনিবার থেকে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ মঙ্গলবার গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্যের করোনা শনাক্তকরণ ‘জিআর কভিড-১৯ ডট ব্লট র‍্যাপিড টেস্টিং কিট’-এর কার্যকারিতা পরীক্ষা আগামী ৯ মে শনিবার থেকে শুরু করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমইউ)।

তিনি বলেন, মঙ্গলবার এ বিষয়ে বিএসএমইউ’র মিটিং শেষ হবে। কালকের মধ্যে সব বিষয়ে অ্যাপ্রুভাল হয়ে যাবে। তাদের পক্ষ থেকে আমাদের কো-অর্ডিনেটরকে ১ হাজার ২০০ স্যাম্পল জমা দিতে বলেছে। শনিবার থেকে তারা পরীক্ষা শুরু করে দেবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিট পরীক্ষা করতে ৩ দিনের বেশি লাগার কোনো স্কোপ নাই। আমরা মনে করি, ৩ দিনের বেশি লাগবে না। কিটের কার্যকারিতা পরীক্ষার রিপোর্ট তৈরি করতে হয়তো আরো ২-৩ দিন লাগতে পারে। সর্বোচ্চ ৭ দিনের মধ্যে সব কিছু সম্পন্ন হবে বলে ধরে নেওয়া যেতে পারে বলেও জানান তিনি।