প্রচ্ছদ

কে এম আবুতাহের চৌধুরীর কবিতা রাজনীতি

  |  ০৩:৫৪, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
www.adarshabarta.com
রাজনীতি
কে এম আবুতাহের চৌধুরী
রাজনীতি রাজার নীতি
শাসন করেন রাজা ,
শান্তির হাওয়া বয় দেশে
দোষীদের দেন সাজা।
রাজনীতি সবার সেরা নীতি
শাসন করে সরকার ,
রাজ্যের মানুষ ভোগ করে সুখ
দূর করেন অন্ধকার ।
অন্য দেশের রাজনীতিতে
কয়টা খুন হয় ?
আমার দেশের রাজনীতি
কলুষমুক্ত নয় ।
খুন গুমের ভ্রান্ত নীতি
সমাজ করে ধ্বংস,
পরিবারটি বিরান হয়
শেষ হয় তাঁর বংশ।
রাজনীতিতে বলির পাঠা
গরীব দুঃখী লোক ,
বউ হারায় নিজের স্বামী
মা বাবার ফাটে বুক ।
রাজনীতিবীদরা নেতা হোন
বাড়ে তাদের সম্মান ,
সব ধরনের ছল চাতুরী করে
নির্বাচনে জিতে যান।
ক্ষমতার মসনদে গিয়ে তারা
গড়েন টাকার পাহাড় ,
গরীব লোক পায়না ভাত
নেই কোন সুবিচার।
রাজনীতিবীদদের ছেলে মেয়ে
বিদেশ গিয়ে পড়ে ,
আম জনতার পোলাপান
গুলি খেয়ে মরে ।
জনতার ভাগ্য হয়না বদল
নেতার পকেট ভারী ,
সেইফে থাকে টাকার বান্ডিল
রাখেন সারি সারি ।
পরের জমি দখল করার
ফন্দি করেন বেশী ,
অসৎ পন্থায় লুটে নেন
দেখিয়ে শক্ত পেশী ।
সৎ রাজনীতিবীদ কবে হবে
আমার সোনার দেশে,
গণতন্ত্র ,আইনের শাসন
আসবে অবশেষে ।
( লন্ডন, ৩ ফেব্রুয়ারী ২০২৩ইং)