প্রচ্ছদ

কে এম আবুতাহের চৌধুরীর কবিতা মশার কামড়

  |  ০১:০৮, এপ্রিল ২৭, ২০২৩
www.adarshabarta.com
মশার কামড়
কে এম আবুতাহের চৌধুরী
স্বদেশ এসে মশার কামড়ে
খুবই কষ্ট লাগে ,
হাত পায়ে শুধু চুলকানী
আরামের ঘুম ভাগে।
মশক বাহিনীর ভনভন শব্দে
ঘুম ভেঙে যায়,
কয়েল ,এরোসেল মানেনা
গায়ে হুল ফুটায় ।
ক্ষুদ্র একটি মশার জ্বালায়
ব্যথা পাইগো মনে ,
প্রশাসনের এমন ব্যর্থতা
নগরবাসীর সনে ।
মশারি টাঙিয়ে প্রাণ বাঁচেনা
মশারির ভেতর ঢুকে ,
বনি আদমের রক্ত চুষে
খায় মনের সুখে।
আমরা কেন লড়তে পারিনা
মশক বাহিনীর সাথে,
ম্যালেরিয়া আর ডেঙ্গু জ্বরে
কাঁদি দিবা রাতে ।
সৃষ্টির সেরা মানব জাতি
কেন এত অসহায় ,
মশক দলের এমন থাবায়
প্রাণ বাঁচানো দায় ।
কয়েক যুগের প্রবাস জীবনে
দেখিনি মশা চোখে ,
মেয়র মশাই এগিয়ে আসুন
আম জনতার দুঃখে ।