প্রচ্ছদ

আহমেদ সৈয়দ শাহনুর এর কবিতা দুঃখের বৃক্ষ

  |  ০২:২০, জানুয়ারি ১৯, ২০২৩
www.adarshabarta.com

 

দুঃখের বৃক্ষ

তুমি কি আমার দুঃখের মিহি বৃক্ষে ফুল হবে,
আঁধার রাতে যখন প্রতিবেশী ঘুমে মগ্ন সবে-
কাঁদা মাটির খাঁটি পুতুলের বর-কনের মতো,
প্রাণহীন তবে থাকে রাগ অনুরাগে চুম্বনরত?

তুমি কি মুছে দিবে আমার কামিনী কাজল আঁখি,
মুছে দেয় যেমন বিষ-মাখা মিশকালো দোয়েল পাখি।
শঙ্কিত বন-বীথিকায় প্রণয়ী পাখির মত কমছে আয়ু,
বেদনায় অবগাহি এ-বদন চায় একটু শুষ্ক শান্ত বায়ু।

হৃদয়ের ক্ষতে হবে কি তুমি রোগ প্রতিশেধক মলম,
আদর সোহাগে যেমন বেঁচে আছে আল্লাহর এ আলম।
শীত অন্ধ প্রহরে সূর্যের হাজিরায় হয় পৃথীবিতে প্রভাত,
আমার দুঃখের বৃক্ষে চাই তোমার সহযোগিতা দিবারাত।

আহমেদ সৈয়দ শাহনুর
লীড্স
যুক্তরাজ্য