প্রচ্ছদ

শাহ্ মোঃ সফিনূর এর কবিতা রেমিট্যান্স!

  |  ০০:৪২, জানুয়ারি ১৯, ২০২৩
www.adarshabarta.com

 

রেমিট্যান্স!
শাহ্ মোঃ সফিনূর

শ্রমিকের রক্ত নিংড়ানো ঘামে
ঘোরে দেশের অর্থনীতির চাকা,
পরদেশী হয়ে ওরা রেমিট্যান্সে অবদান রাখে
বাড়ে ব্যাংকের রিজার্ভ টাকা!

ওরা জানেনা দুর্নীতি কি?
সমাজনীতি, রাজনীতি কি?
নিজ দেশের অর্থনীতির চাকা —
শ্রমিকদের রক্ত নিংড়ানো ঘামে ঢাকা!

মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা
বিশ্ববিদ্যালয়ে পড়ে —
দেশে বসে শুধু দুর্নীতি করে!
পাচার করে শত কোটি টাকা,
বাড়ি, গাড়ি সব করে প্রবাসে —
নিজ দেশটারে করছে ফাঁকা!

জনতার ট্যাক্সের টাকায় লেখা-পড়া শিখে —
ডাক্তার, প্রকৌশলী, মধ্যস্বত্ব ভোগী হয়ে,
পাড়ি দেয় দূর অজানা দেশে —
নিজেকে বড় বাহাদুর সমঝায়ে!

নিজ দেশের জন্য প্রত্যেককেই
কিছু না কিছু দিতে হবে,
কেউ যদি না দেয় কিছুই —
শুধু নিয়ে যেতে চায় তবে,
বিনিময়ে যদি না পাওয়া যায় ওদের সেবা,
আইনের শিকল লাগাও ওদের পায়ে –!