প্রচ্ছদ

কে এম আবুতাহের চৌধুরীর কবিতা বুড়াকালে বিয়া

  |  ১০:২৮, জানুয়ারি ১৩, ২০২৩
www.adarshabarta.com

 

বুড়াকালে বিয়া
-কে এম আবুতাহের চৌধুরী

বুড়াকালে লণ্ডনী ব্যাটা
নিজের দেশে যায়,
বিয়া একটা করে এসে
আগুন লাগায় ।

বিলেত ফিরে এলে
জায়গা নেই ঘরে ,
ছেলে মেয়ে সব দুশমন
পথে পথে ঘুরে।

বউ আনে কোর্ট অর্ডার
দরজায় দেয় তালা,
বিয়ের শখ হয় ভোতা
যায় আম ছালা।

কার ভুলে লাগে ঝামেলা
আন্দাজ করা দায় ,
আগের বউও কোন কিছু
বুঝতে নাহি চায় ।

এমন ভুল করোনা আর
ও লণ্ডনী ভাইছাব,
সুখে থাকতে ভূতে কিলায়
ছাড় এই স্বভাব ।

( ১১ জানুয়ারী লণ্ডন )