প্রচ্ছদ

নাজমুল ইসলাম মকবুল এর কবিতা : শতবছর বেঁচে থাকুন

  |  ১৫:৪৯, জানুয়ারি ০৫, ২০২৩
www.adarshabarta.com

 

শতবছর বেঁচে থাকুন

(সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরীকে নিবেদিত)
নাজমুল ইসলাম মকবুল

আফতাব মানে উদ্ভাসিত
ঝলমলে যে আলো
কুশেশ করেন উধাও করতে
সমাজ থেকে কালো।

চলছে কলম চলছেইতো
লিখেন প্রতিদিনই
কৌতুকেরও বই লিখেছেন
হাসির রাজা তিনি।

গাছ গাছালি লতাপাতার
লিখেন গুণের কথা
ভেষজ গুণের অধিকারী
যেসব তরুলতা।

জাতীয় এবং দেশ বিদেশের
পত্র পত্রিকাতে
সব বিষয়ে লেখা আসছে
যাচ্ছে সবার হাতে।

হামনা খানম ছিলেন যাহার
জীবন চলার সাথী
যার প্রেরণায় এগিয়ে চলেন
প্রতি দিবস রাতি।

পুত্ররা আর পুত্রবধু
তারাও আলোকিত
এসব দেখে নাতিপুতি
তারাও পুলকিত।

পচাত্তরে প্রকাশ হলো
কুড়ির উপর বই
শতবছর বেঁচে থাকুন
এই আশাতে রই।।

…………………………..
নাজমুল ইসলাম মকবুল
সাংবাদিক কবি সংগঠক
সভাপতি, সিলেট লেখক ফোরাম