প্রচ্ছদ

কে এম আবুতাহের চৌধুরীর কবিতা গীবত

  |  ২৩:৫১, সেপ্টেম্বর ১২, ২০২২
www.adarshabarta.com

 

গীবত
————
-কে এম আবুতাহের চৌধুরী

গীবত করা মহাপাপ
ত্যাগ কর সবে,
মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার
সমান পাপ হবে ।

কোন মুমিনের অনুপস্থিতে
খারাপ বলা দোষ,
তাকেই বলে গীবত করা
জলদি ফিরাও হুঁশ ।

মিথ্যা দোষ করলে প্রচার
নাম হবে বোহতান,
পাপের বোঝা করোনা ভারী
ত্যাগ কর শয়তান।

জেনার চেয়ে শক্ত পাপ
গীবত করা কারো,
আল্লাহকে বেশী ভয় করে
গীবত করা ছাড়ো ।

যার গীবত করেছ তুমি
তার কাছে মাফ চাও,
গীবত করা বড় অপরাধ
জলদি ছেড়ে দাও ।