প্রচ্ছদ

সাজিদুর রহমান সোহেলের গান “ফটু সুন্দরী সোনাবান”

  |  ০৭:৫৫, ফেব্রুয়ারি ০৩, ২০২২
www.adarshabarta.com
(১)
শুন যত দেশও বাসী
গাইব আমার বারমাসি
আমি যারে ভালবাসী
সে হয় আস্ত বেইমান,
ফটু সুন্দরী, সোনাবান।
(২)
দিয়া তারে ষোলআনা
তবুও তার মন পাইলাম না
তার মনের ভাব যে খানা
সন্জিবনী আতর-দান,
ফটু সুন্দরী, সোনাবান।
(৩)
এক যে ছিল নীতির রাজা
হুকুম তামিলে চলতো সবাই সোজা
সে রাজার রাজ্যখানা
ভেঙ্গে করলো খান-খান,
ফটু সুন্দরী,সোনাবান।
(৪)
নির্বাচন আসলে পরে
বিজলীর মতো চঠক মারে
সেই রাজার রাজ্য পরে
যা-ইচ্ছা তা করে যান,
ফটু সুন্দরী,সোনাবান।
(৫)
সিলেট আলিয়ার মাঠের মঞ্চে
নেত্রী যখন বসা আসনে
উটিয়া একই ঝম্পে
ফটু তুলতে হন আগুয়ান,
ফটু সুন্দরী,সোনাবান।
(৬)
এসএসএফের খেয়ে গোতা
ফটু তোলার শখ হলো ভোতা
মাঠের যত দর্শক শ্রোতা
হয়েছিলো পেরেশান,
ফটু সুন্দরী,সোনাবান।
(৭)
একবিংশ শতাব্দীর কোন কালে
অপমান হয়েছিলে
ইউনিয়ন বাসীকে ডেকেছিলে
প্রস্তুুত হও যত নওজোয়ান,
ফটু সুন্দরী,সোনাবান।
(৮)
যতছিলো তোমার দরদী
সবাই হলো প্রতিবাদী
বেলা শেষে হিসেব কষি
তুমি যে নিষ্টুর পাষাণ,
ফটু সুন্দরী, সোনাবান।
(৯)
পরে আমাদের ছেড়ে
যোগ দিলে তাদের দলে
কাউকে না জিজ্ঞাসিলে
তবে কেন(?) করলে অপমান,
ফটু সুন্দরী,সোনাবান।
(১০)
আমি আর বলব কী
ধীরে ধীরে জানতে নাই বাকী
যতই আছেন সুরা-সাকি
সবাই এখন দূরে যান,
ফটু সুন্দরী, সোনাবান।
(১১)
তুমি সখি আছো ক্যামন?
জানকে চায় আমারি এ-মন
তুমিও যেমন আমিও তেমন
লেখালেখি চলবে সমান,
ফটু সুন্দরী,সোনাবান।
তাং ০৩,০২,২০২২