প্রচ্ছদ

১৪০০ বছরে এই প্রথম রমজানে আল-আকসায় মুসল্লি নেই

  |  ১৬:১৪, এপ্রিল ২৪, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শ বার্তা ডেস্ক :

Manual4 Ad Code

পবিত্র রমজান মাসজুড়ে একসঙ্গে হাজার হাজার মানুষ পাশাপাশি দাঁড়িয়ে জামাতে নামাজ পড়েন জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে। ১৪০০ বছর ধরে এমনটাই হয়ে আসছে। ২০ রমজান থেকে সেখানে মুসল্লির সংখ্যা লাখও ছাড়িয়ে যায়। মসজিদটিতে এ ঘটনা ঘটছে প্রতিষ্ঠার পর থেকেই, অর্থাৎ ১৪০০ বছর ধরে।

তবে এ বছর সব হিসাব বদলে দিল মহামারি করোনাভাইরাস। ইতিহাসে প্রথমবারের মতো রমজান মাসেও মুসল্লিশূন্য থাকছে মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম এ মসজিদ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে রোজা। তবে করোনা মহামারির কারণে দেশটিতে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ স্কুল-কলেজ, রেস্টুরেন্ট, বিনোদনকেন্দ্র। স্থগিত করা হয়েছে মসজিদে জামাতে নামাজ আদায়ও।

Manual4 Ad Code

পূর্ব জেরুজালেমের বাসিন্দা আম্মার বাকির বলেন, ‘কোনো মুসল্লি নেই, কোনো মানুষ নেই। ফিলিস্তিনি জনগণের ওপর আল-আকসা মসজিদ বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে।’

Manual3 Ad Code

আল-আকসার পরিচালক শেখ ওমর আল-কিসোয়ানি বলেন, ‘এমন সিদ্ধান্ত ১৪00 বছরের মধ্যে প্রথমবার নেওয়া হয়েছে। এটা খুবই কঠিন, এতে সবার মনেই কষ্ট হচ্ছে।’

মহামারির কারণে গত ২২ মার্চ আল-আকসা মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ ঘোষণা করে জেরুজালেম ইসলামিক ওয়াকফ কাউন্সিল। গত ১৬ এপ্রিল তারা জানায়, এ নিষেধাজ্ঞা এবারের রমজান মাসজুড়েও অব্যাহত থাকবে। সবাইকে তারাবিহর নামাজ বাড়িতেই আদায় করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা থাকলেও পাঁচ ওয়াক্তেই আল আকসায় যথারীতি আজান দেওয়া হচ্ছে।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code