প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা

  |  ০৯:৩১, জুন ১২, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

নি:শ্বাস ছাড়ে

Manual5 Ad Code

মিজানুর রহমান মিজান

হিংসা করে, জ্বলে মরে

আগুনে পোড়ে,

Manual6 Ad Code

মনে ভাবে, নৌকা টপকাবে

Manual7 Ad Code

হাবুডুবু খায় জলে পড়ে।।

ভাবনা করে, কর্ম ছেড়ে

খোজে নিত্য আঁধারে,

পদে পদে হেরে, লজ্জা শরমে না
মরে

ভাসতে আশা চিৎকারে।।

লাজ-লজ্জা ইমানের অঙ্গ, মিথ্যায়
ডুবেছে সর্বাঙ্গ

সাঁতরিয়ে উঠতে চায় কিনারে,

এক সত্য গোপনে, শত সত্য
বিসর্জনে

ভরা নৌকা ডুবে অকুল পাথারে।।

উড়তে চায় আকাশ পানে, ভুলে
যায় নাই ডানা সনে

আছাড় খেয়ে ধরায় বুকের
পাজরে,

ডাঙ্গায় পড়ে মাছ, করে শুধু নাচ

Manual1 Ad Code

অযথা ছটফটিয়ে নি:শ্বাস ছাড়ে।।

(তারিখ: ৯/৬/২০২০, জয়নগরের কুঠির হতে)

Manual1 Ad Code
Manual3 Ad Code