প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা

  |  ১১:৩৯, জুন ০৯, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

জনতার মিতা

Manual8 Ad Code

(সাবেক মেয়র বদর উদ্দীন কামরানকে শ্রদ্ধা)

Manual2 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

জনতার মিতা তিনি
জনতার সাথী,
কামরান নেতা বড়ো
মাঠে দিন রাতি।

হাসি মাখা মুখখানা
চোখে চোখে ভাসে,
জনতার নেতা তিনি
কী যে ছবি হাসে।

হাতে হাত নিয়ে তিনি
ভালোবাসা টানে,
কামরান জনতার প্রিয়
স্বদেশটা জানে।

প্রিয় তিনি ভালো খুব
খুব ভালো গুণী,
আসবেন ফিরে ঘরে
সময়টা গুনি।

Manual1 Ad Code

জনতার মিতা ঠিক
নেই তাতে ভুল,
রাজনীতি মাঠে তিনি
তাজা রাঙা ফুল।

Manual6 Ad Code

(নিউইয়র্ক, ৮ জুন ২০২০)

Manual1 Ad Code
Manual2 Ad Code