প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর সময়ের ছড়া

  |  ১৩:৪৬, জুন ০৪, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

নিজের ভুল খুঁজি

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual1 Ad Code

নতুন নিয়মে নতুন জীবন
শুরু হবে কাল,
করোনা নিয়ে চলতে হবে
এই আজকাল।

Manual1 Ad Code

নিয়মে যেন পালন করে
সব ঘরে ঘরে,
বাঙালি জাতি বীরের জাতি
যেন জয় করে।

Manual6 Ad Code

নিজকে আগে রাখতে হবে
নিয়মে ধরে বুঝি,
পরের ভুল নয় তো খুঁজা
নিজের ভুল খুঁজি।

করোনা কী যে জীবন নাশে
কষ্টটা শোক বাড়ে,
সহজে নেই মুক্তিটা নেই
সুখটা সব কাড়ে।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code