প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা

  |  ১২:৪৫, জুন ০৪, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

নিভে জীবন বাতি

মিজানুর রহমান মিজান

Manual4 Ad Code

যাচেছ নিভে জীবন বাতি

হিসেব মিলাতে দিবস হয় রাতি।।

শিশুকালে দিনমান গেল বেহিসাবে

যৌবন গেল রঙ্গে ঢঙ্গে সামনে চলবে

আলস্য আর হেলায় পড়ল যতি।।

পথিক হল কতজনা

সময়ে নাই একজনা

Manual2 Ad Code

ধরে নাতো কেহ এসে ছাতি।।

সঙ্গের সাথি সাদা বসন

পরের হাতে পরবে যখন

অনন্তকাল আঁধারে বসতি।।

Manual1 Ad Code

রুপ যৌবনের করলে বড়াই

Manual6 Ad Code

পরের ধনে পোদ্দারী রাখলে জমাই

যার লাগি করলে চুরি দেবে না একরত্তি।

(৪/৬/২০খ্রি: জয়নগরের কুঠির হতে)।

Manual1 Ad Code
Manual3 Ad Code