প্রচ্ছদ

সমুজ আহমদ সায়মন-এর কবিতা

  |  ১২:৩৮, জুন ০৪, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

পল্লী গাঁয়ের রবি

Manual3 Ad Code

সমুজ আহমদ সায়মন

Manual2 Ad Code

(মিজানুর রহমান মিজান মামাকে শ্রদ্ধা)

Manual8 Ad Code

মিজান মামা আঁধার ঘেরা
পল্লী গাঁয়ের রবি ,
পল্লী নিয়ে লিখেন তিনি
গল্প ছড়া ছবি।
মিজান মামা লিখার রাজ্যে
রসিক মনের লিখক ,
দীপ্তি নামক বইয়ের আছে
দেশ বিদেশে পাঠক।
মিজান মামা নবী প্রেমিক
লিখেন নবীর শান,
নবীর দেশে ষোল বসন্ত
জলন্ত তার প্রমাণ ।
মিজান মামা সহজ সরল
সাদাসিধে চলা ,
সহজ ভাষায় লিখেন তিনি
বই সরলা ।
মিজান মামা মানুষ গড়ার
মহান কারিগর ,
সব ছাত্রকে আপন ভাবতেন
নাহি কেহ পর।

Manual1 Ad Code
Manual3 Ad Code