প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা

  |  ১৬:৫৬, জুন ০১, ২০২০
www.adarshabarta.com

Manual1 Ad Code

ঝুনঝুনি বাজে রঙিন স্মৃতির

Manual6 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

সিলেট-এর বিশ্বনাথের চাঁন্দভরাঙ্গের বাড়ি
শহরের ধোপাদীঘির পূর্ব পাড়-এর বাসা যে
প্রতিদিন এই দূর প্রবাসে আঁকা হয় ছবি—

Manual7 Ad Code

কুয়াশা- বৃষ্টি- রোদ-ছায়ায় মাখামাখির দিন
বাবার আর মায়ের আদরের দিনগুলো মনে
স্মৃতিতে দেয় কী যে মধুর রঙিন দোলা
আহা—

Manual3 Ad Code

বাবা-মা- চাচা-চাচী-পূর্ব পুরুষেরা শায়িত
ওই
পারিবারিক কবরস্হানে সবুজ ঘাসের
জমিনে
স্পন্দনে আলোড়িত হয় বুকের গভীরে
কেমন—

মনে পড়ে স্বর্ণালি দিনগুলো,শুধু মনে পড়ে
কি
সাথীদের রাঙা হাসিমুখ ভাসে স্মৃতিতে
অম্লান
মনে পড়ে খেলাধূলার রাঙা দিনগুলো
ঝকঝকে—

Manual7 Ad Code

মনে পড়ে লেখালেখি,সাহিত্য আসর,ছড়ার
আসর
কবিতা পাঠ,সংকলন প্রকাশনা,কবিত-ছড়া উৎসব

শাপলা কুঁড়ি,চাঁদের হাট,ছড়া পরিষদ,
আরও মনে
পড়ে মনে ভীষণ স্মৃতিতে সিলেট সাহিত্য পরিষদ
এই প্রবাসে মনে স্বদেশ,তাই তো স্বদেশ ফোরাম—

হারায় মন ভাবনার ঝুনঝুনি বাজে রঙিন
স্মৃতির।

Manual1 Ad Code
Manual4 Ad Code