প্রচ্ছদ

কাজী শাহেদ বিন জাফর-এর কবিতা

  |  ১৯:৫৯, মে ২২, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

করোনা

কাজী শাহেদ বিন জাফর

Manual3 Ad Code

জগত জোড়ে মানব চোখে
আসছেনা ঘুম কারো,
মরণ রোগা করোনা তাই
কখন বাজায় বারো।
ভাবতে উহা অবাক লাগে
জোড়ল কেনই চীন,
ছড়িয়ে গেছে অনেক দেশে
বাড়ছে দিনে দিন।
শুয়োর কুকুর বাদুড়ি না
কোন জীবে তা’ ছড়ায়,
অন্ত নহে গবেষণায়
মিছিল করে মরায়।
ধরছে যারে ছাড়ছেনারে
নেই উপশম কোনো,
চাইরে ফানা খোদার কাছে
জগতবাসী তা’ শুনো।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code