প্রচ্ছদ

লাভলী ইসলাম-এর কবিতা

  |  ১২:২১, মে ১৯, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

খুশির ঈদ

Manual2 Ad Code

লাভলী ইসলাম

Manual2 Ad Code

রোজার শেষে খুশির ঈদ
ঐ এলো রে ঘরে
ভোরে উঠে গাইবো গীত
শুকরিয়া স্রষ্টার তরে ।
কেনাকাটার নেই প্রয়োজন
নিরাপদ রব ঘরে
স্রষ্টা রাখেন যখন যেমন
খুশি রাখবো ধরে ।
ঘোরাঘুরি হবে না এবার
হবে না কোলাকুলি
বেঁচে যদি থাকি আবার
ঘুরবো অলিগলি ।
আপন ঘরে ভাল থাকো
দোয়া করো সবাই
মন খারাপ করো নাকো
খুশি থাকো সদাই ।

Manual7 Ad Code

Lovely/London

Manual1 Ad Code
Manual4 Ad Code