প্রচ্ছদ

কাজী শাহেদ বিন জাফর-এর কবিতা

  |  ২০:৫৮, মে ০৭, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

রবীন্দ্র নাথ

Manual1 Ad Code

কাজী শাহেদ বিন জাফর

Manual2 Ad Code

জগত জুড়ে খ্যাতি ছিল
রবীন্দ্র নাথ কবি,
বাঙলা হলো প্রাণের ভাষা
কিরণ বিলে রবি।
ভাসতো চোখে সামনে যতো
লিখতো ছড়া ছন্দে,
অপূর্ব যা’ মিল দিয়েছে
গন্ধ নহে মন্দে।
কবিতাতে যেমন ছিলেন
গল্পেও নয় কম,
কাব্য গাঁথা নাম ছিল তাঁর
পায়নি লেখায় দম।
নিপুণ হাতে লিখিয়ে গেছেন
ছন্দে পরিপাটি,
প্রবন্ধেও হাতটা ছিল
যাদুর মতো খাঁটি।
সৃষ্টি যতো রবি নাথের
বাঙলা ভাষী গর্ব
আজো গাহি তাঁর গুন গান
নয় কিছুতে খর্ব।
————-০————

Manual1 Ad Code
Manual3 Ad Code