প্রচ্ছদ

লন্ডনে “রাউই” নাশীদ ব্যান্ড এর অভিষেক ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত

  |  ১৯:৪৭, জানুয়ারি ২৫, ২০২৩
www.adarshabarta.com

Manual1 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

গত ২৩শে জানুয়ারী ২০২৩ (সোমবার) লন্ডন মুসলিম সেন্টারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে হয়ে গেল নতুন নাশীদ ব্যান্ড রাউই’র অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধা। বৃটেনের প্রথিতযশা শিল্পী, সুরকার ও গীতিকারদের সমম্বয়ে গঠিত এ ব্যান্ডের অভিষেকে লন্ডনে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ, মিডিয়া ও নানান পেশার বিশিষ্ট ব্যাক্তিগন অংশ নেন এবং বক্তব্য রাখেন।

আকিল আল-ফারাদী, মতিউর রহমান খালেদ ও শাহীদ ফালাহীর সঞ্চালনায় শুরুতে কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাহফুজুর রহমান। এরপর রাউইর নব গঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা ও পরিচয় পর্বের মাধ্যমে শেষ হয় প্রথম পর্ব।

নব গঠিত রাউইর কার্যকরি কমিটির কর্মকর্তাগণ হলেন:

সভাপতি: আকিল আল ফারাদি, পরিচালক: শাহীদ ফালাহী, সহ পরিচালক: মতিউর রহমান খালেদ, ট্রেজারারঃ মতিউর রহমান, মিডিয়া ও পাবলিসিটি: ডাঃ সালিক মু্র্শেদ, অফিস সম্পাদক: আহমদ হোসাইন, সহ. অফিস সম্পাদক: মাহফুজুর রহমান।

Manual7 Ad Code

২য় পর্ব শুরু হয় রাউই’র শিল্পীদের পরিবেশনায় দেশের গান দিয়ে। চলতে থাকে আমন্ত্রিত অতিথিদের আলোচনা এবং ফাঁকে ফাঁকে রাউই শিল্পীদের পরিবেশনায় নাশীদ।

অনুষ্ঠানে আলোচকগণ এই মহতি উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন ও স্বাগত জানিয়ে বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতির কাজ এদেশে যা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। আমাদের প্রতিটি সিটিতে একেকটি গ্রুপ সৃষ্টি করা দরকার। রাউইর সাথে সম্পৃক্ত শিল্পীরা একেকজন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষ। এতদিন ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, আশা করছি রাউইর মাধ্যমে তাঁরা কোয়ালিটি সম্পন্ন কাজ উম্মাহকে উপহার দিবেন।

Manual1 Ad Code

এসময় আলোচনায় অংশ নেন, বৃটেনে বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় শিল্পী আলাউর রহমান, ম্যাসেজ কালচারাল গ্রুপের সাবেক পরিচালক বিশিষ্ট চ্যারিটি অর্গানাইজার ও কমিউনিটি ব্যাক্তিত্ব আক্তার হোসাইন কাউছার, ম্যাসেজ কালচারাল গ্রুপের সাবেক পরিচালক জনপ্রিয় শিল্পী মোহাম্মাদ আলী সহ অনেকেই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাউই পরিচালক লন্ডনের জনপ্রিয় গীতিকার, সুরকার ও শিল্পী শাহীদ ফালাহী।

এছাড়াও রাউইর অভিষেক অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাউয়ী কে স্বাগত জানিয়ে বিশষ ভিডিও বার্তা প্রেরণ করেন বিশিষ্ট শিল্পী, সুরকার ও গীতিকার চৌধুরী গোলাম মাওলা, সুদূর কানাডা থেকে বিশিষ্ট শিল্পী খন্দকার রাসেদুল হাসান তপন, বিশিষ্ট সাংবাদিক কবি ও রাউইর থীম গানের রচয়িতা নাসির মাহমুদ এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সাইমুম শিল্পী গুষ্টির সাবেক পরিচালক নোমান আল আজামী।

স্বাগত বক্তব্যে রাউই পরিচালক শাহীদ ফালাহী বলেন, “রাউই” একটি আরবি শব্দ যা হাদীসের পরিপ্রেক্ষিতে একজন বর্ণনাকারীকে বোঝায়। আমরা এটিকে আমাদের নাম হিসাবে বেছে নিয়েছি। কারণ, আমরা যে গান, কবিতা, নাটক, সাহিত্য আর ফিল্ম এর মাধ্যমে কাজ করি বা আগামী দিনে করার পরিকল্পনা করছি আসলে এইসবই হচ্ছে গল্প বলার বা ট্রান্সমিট করার ফর্ম, তাই আমরা রাউই।

ইসলামী সংস্কৃতি মানব জাতির মতই বৈচিত্র্যময়। কিন্তু কিছু মূল্যবোধ ও নীতি রয়েছে যা বিভিন্ন মুসলিম সংস্কৃতি ও সভ্যতাকে এক সুতোয় বেঁধে রেখেছে। যুক্তরাজ্যে বসবাস করে, আমাদের সাংস্কৃতিক কার্যক্রম এখন পর্যন্ত আমাদের British Muslim identity প্রতিফলিত করেনি। এই শূন্যতা পূরণে রাউই কাজ করবে।

আমাদের পথ সহজ নয়, তবে আমাদের সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে এবং আন্তরিকতার সাথে আমাদের দৃষ্টিভঙ্গি বহন করতে হবে। আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং আমাদের লক্ষ্যে অবিচল থাকতে হবে।”

রাউইর অভিষেক অনুষ্ঠান ও নাশীদ সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন টিভি ওয়ানের পার্টনার গোলাম রাসূল, ইসলাম চ্যানেল থেকে হেড অব প্রগ্রাম তাওহিদুল করিম মুজাহিদ, বিশিষ্ট সাংবাদিক আকবর হোসেন, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মুনিম ক্যারল, কমিউনিটি নেতা আব্দুল্লাহ আল মুনিম, শিল্পী মুহাম্মদ নুরুজ্জামান, শিল্পী আবু তাহের আজিজ, শিল্পী এনাম আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

রাউইর শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহীদ ফালাহী, মতিউর রহমান খালেদ, আকিল আল ফারাদী, মতিউর রহমান, ডাঃ সালেক মুর্শেদ, আহমদ হোসাইন ও হাফিজ মাহফুজুর রহমান।
প্রগ্রামটি চ্চিত্রধারনে ছিলেন ইসলাম চ্যানেল বাংলার মিসবাহ মাহফুজুর রহমান ও মিনহাজ।

অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম প্রাণ পুরুষ, জীবন্ত কিংবদন্তি, প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী চৌধুরী গোলাম মাওলাকে। তিনি বিগত বেশ কিছু দিন যাবৎ অসুস্থ। তাঁর জন্য দোয়া চাওয়া হয় অনুষ্ঠানে আগত সবার কাছে এবং চৌধুরী গোলাম মাওয়ার সম্মানে পরিবেশন করা হয় তাঁর লেখা ও সুর করা বেশ কিছু গান।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code