প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ২৬

  |  ০২:৫৪, মে ০৮, ২০২১
www.adarshabarta.com

Manual3 Ad Code

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস,  লাইলাতুল কদরের মাসসুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের সাথে সম্পর্ক বৃদ্বি করাকোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ একটি আয়াত মুখস্ত করা,একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষা করা

 

Manual6 Ad Code

কোরআন 

 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُواخُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ

Manual6 Ad Code

হে ঈমানদার গন! তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাংক অনুসরণ কর না। নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু।(:২০৮)

 

হাদিস

Manual1 Ad Code

 

আব্দুল্লা বিন ওমর রা: থেকে ৰর্ণিত তিনি বলেন : রাসুলুল্লাহ কে বলতে শুনেছি তিনি বলেছেন: দুই ব্যক্তির প্রতি হিংসা করা বৈধ,

#  ব্যক্তি  যাকে আল্লাহ  কোরআন শিক্ষা

দিয়েছেন আর সে তা দিন রাত তেলাওয়াত করে

# ব্যক্তি যাকে  আল্লাহ  সম্পদ দিয়েছন আর সে সম্পদ আল্লাহর রাস্তায়া দিন রাত ব্যয় করতে থাকে। (বোখারি)

 

লাইলাতুল কদরের দোয়া

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

Allahumma innaka Afuun Tuhibbul Afwa Fahfu Anni.

হে আল্লাহ তুমি ক্ষমাশীলক্ষমাকে পছন্দ কর।  সুতরাং আমাকে ক্ষমা মাফ করে দাও।

Manual7 Ad Code

 

মোহাম্মদ মখলিছুর রহমান 

লন্ডন 

 

 

Manual1 Ad Code
Manual4 Ad Code