প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ২০

  |  ০৩:০৭, মে ০২, ২০২১
www.adarshabarta.com

Manual8 Ad Code

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস,  লাইলাতুল কদরের মাসসুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের সাথে সম্পর্ক বৃদ্বি করাকোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ একটি আয়াত মুখস্ত করা,একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষা করা

Manual4 Ad Code

 

কোরআন

وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُوَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ

তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরী করা হয়েছে পরহেযগারদের জন্য।“(:১৩৩ )

 

হাদিস

Manual7 Ad Code

হজরত আবু হোরায়রা রা: থেকে বর্নিত

Manual8 Ad Code

রাসুলুল্লা : বলেছেন : রমযানের সর্বশেষ রাতে  আল্লাহ রোজাদারের গুনাহ মাফ করে দেন।তাকে জিজ্ঞেস করা হল,  হে আল্লাহ রাসুল! এটা কি কদরের রাত্রের কথা বলছেন?  তিনি উত্তরদেন না।  তবে শ্রমিক কে তার কাজ শেষে পুর্ণ পারিশ্রমিক দেওয়া হয়। (আহমদ )

 

দোয়া

رَبِّ زِدْنِي عِلْمًا

হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন।(২০:১১৪)

 

মোহাম্মদ মখলিছুর রহমান 

লন্ডন 

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code