প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “থেমেছে ব্যস্ত জীবন”

  |  ২২:৪৫, ফেব্রুয়ারি ১১, ২০২১
www.adarshabarta.com

Manual2 Ad Code

থেমেছে ব্যস্ত জীবন

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual2 Ad Code

ভয়ের ভীতি চারদিকে
বাইরে যেতে বারণ
করোনার ভাইরাস এলো
রোগটা হলো কারণ।

Manual3 Ad Code

থেমেছে ব্যস্ত জীবনটা
থেমেছে আজ শহর
থেমেছে রাস্তার ওই কি?
সরব ব্যস্ত বহর।

Manual2 Ad Code

থেমেছে পড়াও আজ যেন
নেইতো মন পাঠে
ভিড়ও নেই জমে থাকা
জমজমাট হাটে।

Manual4 Ad Code

অফিস পাড়াও ফাঁকা কী যে
কর্মহীন কাজে
জীবন থামে দিশেহারা
মৃত্য ঘন্টা বাজে।

করোনার দাপটটা কত
চারদিকে ঘোর
দরজা এঁটে ঘরের ভেতর
কবে হবে ভোর?

Manual1 Ad Code
Manual3 Ad Code