প্রচ্ছদ

বিট্রিশ বিরোধী আন্দোলনে অনন্য যারা

  |  ০৯:৩৪, জুলাই ২১, ২০২০
www.adarshabarta.com

:: আবু সালেহ আহমদ ::

বন্ধুরা,
আজ তোমাদেরকে এমন দুই কীর্তিমান সহোদরের কথা বলছি যাদের কথা শুনলে তোমরা আশ্চর্য ও হতভম্ব হয়ে যাবে।

এই দু’ভাইয়ের মাধ্যমেই ভারত উপমহাদেশে বিট্রিশ বিরোধী আন্দোলনের অনেকটা সূত্রপাত হয়েছিল।

কে এই গুণী দু’ভাই? তাঁরা হলেন ঐতিহাসিক বানিয়াচঙ্গের হেমসেন ও সুশীল সেন।
আজ থেকে প্রায় একশত ত্রিশ বছর আগেকার কথা ১৮৯১ সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করার সময় তদানীন্তন বড়লাটের রাজকীয় মিছিলের উপর বোমা ফেলায় পৃথিবী জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল।টনক নড়েছিল বিট্রিশদের।

আর এই বোমা ফেলার নেতৃত্বদানকারী যিনি ছিলেন তিনি আমাদের বানিয়াচঙ্গের ক্ষণজন্মা নন্দিত সন্তান হেম সেন।

এই বীর এবছরই তার সঙ্গীয় ৫০ জন বিপ্লবী কর্মী দের সাথে নিয়ে সুরাটে অনুষ্ঠিত কংগ্রেসের এক সভা (ইংরেজদের নিয়ে)পন্ড করে দিয়ে ছিলেন বলে জানা যায়।

হেমচন্দ্র সেন, ১৮৬৫ সালে সেন পাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম কৈলাশ চন্দ্র সেন।
তাঁর ছোট ভাই সুশীল সেনের জন্ম ১৮৬৯ সালে। তাঁর কথা তোমাদের শুনার পরবর্তী অধ্যায়ে ।

তাঁদের বিস্তারিত ইতিহাস জানতে হলে তোমরা পাবে বানিয়াচঙ্গের শত জন, নন্দিত জীবন, বানিয়াচঙ্গের ইতিহাস ও কিংবদন্তী গ্রন্থে।

লেখক: লোক গবেষক, প্রাবন্ধিক।