প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা

  |  ১১:৩৯, জুন ০৯, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

জনতার মিতা

(সাবেক মেয়র বদর উদ্দীন কামরানকে শ্রদ্ধা)

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual4 Ad Code

জনতার মিতা তিনি
জনতার সাথী,
কামরান নেতা বড়ো
মাঠে দিন রাতি।

হাসি মাখা মুখখানা
চোখে চোখে ভাসে,
জনতার নেতা তিনি
কী যে ছবি হাসে।

Manual5 Ad Code

হাতে হাত নিয়ে তিনি
ভালোবাসা টানে,
কামরান জনতার প্রিয়
স্বদেশটা জানে।

Manual6 Ad Code

প্রিয় তিনি ভালো খুব
খুব ভালো গুণী,
আসবেন ফিরে ঘরে
সময়টা গুনি।

জনতার মিতা ঠিক
নেই তাতে ভুল,
রাজনীতি মাঠে তিনি
তাজা রাঙা ফুল।

(নিউইয়র্ক, ৮ জুন ২০২০)

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code