প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা

  |  ২২:৩৬, মে ৩০, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

বীর কর্মী পুরুষ

সুফিয়ান আহমদ চৌধুরী

(জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে)

সমাজ সেবায় নিবেদিত প্রাণপুরুষ কেমন শ্রমে
দরদী তিনি বেশ তো সফল কাজে আর কর্মে।

উন্নয়ন নিয়ে ভাবনায় তাঁর সময় কাটে হেসে হেসে
পরিশ্রম করে যান তিনি প্রিয় দেশকে ভালোবেসে।

Manual1 Ad Code

নিদ্রাহীন যায় কত দিন তাঁর যায় কষ্টে যায় বুঝি
তবুও তিনি বীর কর্মী পুরুষ সুখ যান রোজ খুঁজি।

Manual3 Ad Code

Manual6 Ad Code

হাসি ফুটাতে চান তিনি তাঁর এলাকার সকল ঘরে
পুষ্পের মতো মনটা নিয়ে অবিরাম যান কাজ করে।

ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে দেন কাজ কর্মে বীর আলো
স্বণামধন্য সফল মেয়র জননন্দিত তিনি খুব ভালো।

Manual5 Ad Code

ন্যায়পরায়ণ খ্যাতি তাঁর দিকে দিকে কি ছড়িয়ে পড়ে
নম্র,ভদ্র,অমায়িক তাঁর কাজ কর্ম চোখে চোখে পড়ে।

নিউইয়র্ক, ৩০ মে ২০২০

Manual1 Ad Code
Manual8 Ad Code