প্রচ্ছদ

ভালোবাসার গো ডাউন

  |  ২১:০৬, মে ০৩, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

রাজলক্ষ্মী মৌসুমী

লকডাউন লকডাউন সারা বিশ্বেই তো
লকডাউন তাহলে এতো হা-হুতাশ কেনো?
সারাবেলা ফেইসবুকের
হৃদয়ে তর্জনী দিয়ে শুধু টিপাটিপি করো ওর কি ভালো লাগে? বলো?
আমি তো শুনেছি পাশের বাড়ীর ময়নার মা কত কিছু করছে।
কি করছে জানো? ভোরবেলায় স্বামী সন্তানদের
খাঁটি সরিষার তেল গায়ে মেখে
বারান্দায় রোদে শুইয়ে রাখে। ভিটামিন ‘ডি’ শরীরের প্রয়োজন তাই।
তারপর আরো শোন, ঝড় আসলে স্বামী সন্তানদের করোনা ভাইরাসের আব্রু পোষাক পরিয়ে পাঠায় আম কুড়াতে। শোন শোন আরো কথা আছে।
কত ভালোবাসা লকডাউনের বাড়ীতে।।
লাইফবয় সাবান দিয়ে স্বামী সন্তানদের ডলে মুচড়ে স্নান করিয়ে ঘরে তোলে।
তুমি কী তা করো?
ময়নার মা তার স্বামীকে বিকেলে চুলও বেঁধে দেয়।তার কারণ তো তুমি জানোই।
লকডাউনের জন্য স্যালুন বন্ধ।তুমি কী তা করো?
শোন যার ময়নার মা এ কাজগুলো করে না তার কাদম্বরীর মতো বৌদি থাকলে তো কোন কথাই নেই।
যত্ন আত্তির কোন কষ্টই হবেনা তাইনা? ধন।
পাশের বাড়ীর যুথীর মা শুয়ে বসেই দিন কাটায়। উনিতো বেড টি খান। তার স্বামী তাকে আাদা, গুলমরিচ,এলাচিগুঁড়া /দারুচিনি লবন দিয়ে চা বানিয়ে খাওয়ান। তোমার স্বামী কী করে বলো? বিদ্যুৎ না থাকলে যুথীর মাকে তাল পাতার পাখা দিয়ে বাতাস করতেই থাকে।
জানো যুথীর মাকে ময়নার মা খুব হিংসে করে। কেনো তা বলতে পারো? কিন্তু
আমি বলবো লকডাউন-এ যুথীর মায়ের মতো সব স্বামীরাই যদি এমন হতো।

আমরা যদি চাই
লকডাউনকে ইচ্ছে করলেই লাভডাউনে পরিণত করা যায়।
শুধু আমার কেনো সবার প্রথম জীবনে স্বামী সবসময় কাছে থাকুক আবার পুরুষরাও হয়তো ভাবতো সংসারের কাজ বাদ দিয়ে বৌ সবসময় কাছে থাকুক।

Manual7 Ad Code

কিন্তু এখন ময়নার মা, যুথীর মা যা করছে সেটা কী ভালোবাসা না কি তিক্ততা ?
আসোনা আমরা লকডাউনকে লাভডাউনে পরিণত করি।
আবার যখন লকডাউন নরকে যাবে তোমার পাশে থাকবে কিন্তু “লাভডাউন।”
নারী জাতির পদবী আছে আদিকাল থেকে।
“নারী সর্বংসহা ”
মাদার তেরেসার মত মহীয়সী নারীর মতো আবার কী জন্ম হবে? কিন্তু কাদম্বরী বৌদি এখনও সমাজে আছে।
এই দুঃসময়ে মা,স্ত্রী বোন, বৌদির খুব প্রয়োজন।
চলো লকডাউনকে আমরা ভালোবাসার গো ডাউন ভাবি,
,আর হা-হুতাশ নয়।

Manual5 Ad Code

একটু হাসুন হার্ট ভালো থাকবে।
হা হা হা করে হাসুন।
আমিও হাসছি😀😄😃😆😁

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code