প্রচ্ছদ

নাগরিকের খেয়াল-খুশি মতো চলাফেরা নিয়ন্ত্রণ অসাংবিধানিক

  |  ১৪:৫৮, এপ্রিল ০৪, ২০২১
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

নাগরিকের চলাফেরার সাংবিধানিক অধিকার কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের খেয়াল-খুশি মতো নিয়ন্ত্রণ করা বা বারিত করা অসাংবিধানিক বলে রায় দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চের দেয়া গত ১৬ মার্চ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়েছে রোববার (৪ এপ্রিল)।

এর আগে রায়ে বলা হয়েছিল, কাউকে বিদেশ যাওয়া থেকে বিরত রাখার জন্য যথাযথ আইন বা বিধি প্রণয়নের সময় এসেছে বলে এক রায়ে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

রায়ে বলা হয়, এ বিষয়ে যতক্ষণ না পর্যন্ত সুনির্দিষ্ট আইন বা বিধি প্রণয়ন না হয় ততক্ষণ পর্যন্ত অনুসন্ধান ও তদন্ত পর্যায় কাউকে বিদেশ যেতে নিষেধ করতে হলে এক্ষেত্রে সংশ্লিষ্ট আদালত থেকে অনুমতি নিতে হবে। বিদেশ যেতে বাধা দেয়ার বৈধতা নিয়ে এক ব্যক্তির রিটের আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে পর্যবেক্ষণসহ রায় দেয়া হয় ১৬ মার্চ।

আদালত পর্যবেক্ষণে বলেন, অর্থপাচারসহ দুর্নীতি দমন কমিশন (দুদক) বা অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় স্বার্থে কোনো ব্যক্তির বিদেশ যেতে নিষেধ করার ক্ষেত্রে যথাযথ আইন বা বিধি প্রণয়নের সময় এসেছে। সুনির্দিষ্ট আইন বা বিধি ছাড়া কোনো ব্যক্তিকে বিদেশ যেতে নিষেধ করা সংবিধান ও আইনসম্মত নয়।