প্রচ্ছদ

ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেলেন ড. ইউনূস

  |  ১৩:৫৬, মার্চ ২১, ২০২৪
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত হলেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউনূস সেন্টার। একাদশ গ্লোবাল বাকু সম্মেলনের শেষ দিনে ড. ইউনূসের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
গত ১৪ থেকে ১৬ মার্চ আজারবাইজানের বাকুতে একাদশ বিশ্ব বাকু ফোরাম অনুষ্ঠিত হয়। যার মূল বিষয়বস্তু ছিল ‘ফিক্সিং দ্য ফ্যাকচার্ড ওয়ার্ল্ড’। নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের আয়োজনে এ সম্মেলন হয়। এতে অংশ নেন বিশ্বের খ্যাতনামা রাজনৈতিক, বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার বর্তমান ও সাবেক প্রধান এবং নোবেল বিজয়ীসহ প্রায় ৪০০ বরেণ্য ব্যক্তিত্ব। তাদের মধ্যে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেডরস আধানম গেবরেইসুস, নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী, রবার্ট এফ কেনেডি হিউমান রাইটসের প্রেসিডেন্ট মিস কেরী কেনেডী প্রমুখ।
সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন ড. মুহাম্মদ ইউনূস। তার অসামান্য, অন্তর্দৃষ্টিমূলক বক্তৃতায় তিনি প্রতিটি মানুষের উদ্যোক্তা-শক্তিকে বিকশিত করার মাধ্যমে বিশ্বব্যাপী সম্পদ কেন্দ্রীকরণের বিপরীত প্রবাহ সৃষ্টি করতে এবং সামাজিক ব্যবসার মাধ্যমে কমিউনিটিগুলোকে নিজ নিজ সমস্যার সমাধানকল্পে ক্ষমতায়িত করার আহ্বান জানান।

Manual1 Ad Code
Manual3 Ad Code