প্রচ্ছদ

ইফতার পার্টি না করে দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণের আহ্বান গণপূর্তমন্ত্রীর

  |  ০৪:০৯, মার্চ ১৮, ২০২৪
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :
রমজান মাসে ইফতার পার্টি না করে দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
রোববার (১৭ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ও ড্রিম ফর ডিজএবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে। এর আগে ভোরে মন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মন্ত্রী বলেন, রমজান উপলক্ষে জেলা আওয়ামী লীগ কোনো ইফতার পার্টির আয়োজন করবে না। ইফতার পার্টির জন্য বরাদ্দকৃত অর্থ দিয়ে দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
অন্য সকল সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিও তিনি একই আহ্বান জানান।
ত্রাণ বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।