প্রচ্ছদ

২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ২৬৫৫ জন পুরুষ, নারী ৭১০

  |  ১১:০৫, আগস্ট ০৮, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ফাইল ছবি।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ফাইল ছবি।
করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে উদ্বেগ কমছে না। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩৬৫ জনে। গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৫, নারী ৭ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৬৫৫ জন পুরুষ মারা গেছেন, নারী মারা গেছেন ৭১০ জন। শনাক্ত বিবেচনায় ৭৮ দশমিক ৯০ শতাংশ পুরুষ, ২১ দশমিক ১০ শতাংশ নারী মারা গেছেন।

Manual5 Ad Code

শনিবার (৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Manual1 Ad Code

তিনি জানান, দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬১১ জন। শনাক্তের হার ২২ দশমিক ২৫ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ১১৩ জনে। এদিকে আরও ১০২০ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট এক লাখ ৪৬ হাজার ৬০৪ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৫৭ দশমিক ৪৭ শতাংশ। মৃতের হার ১ দশমিক ৩২ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code