প্রচ্ছদ

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু র মৃত্যুতে এনডিপি’র শোক

  |  ০৯:১০, জুলাই ২৮, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা :

Manual3 Ad Code

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু (৪৯) মারা গেছেন। রাজধানীর এভার কেয়ার (পূর্ববর্তী অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জুলাই মঙ্গলবার ভোররাত ৪টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।খবর বাপসনিউজ।

Manual6 Ad Code

শফিউল বারী বাবুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

Manual6 Ad Code

স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারোয়ার জানান, শফিউল বারী বাবু বেশ কিছুদিন ধরে ফুসফুসে সংক্রমণজনিত রোগে ভুগছিলেন। যে কারণে তার শ্বাসকষ্ট হতো। চিকিৎসকের পরামর্শে তিনি রাজধানীর ইস্কাটনের বাসাতেই ছিলেন। কিন্তু, গতকাল প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় বেলা ১১টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। পরে গতকাল দিনগত রাত ১টা ৫২ মিনিটে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। আজ ভোররাতে এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা গেছেন।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন বাবু। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেনন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা ।

শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাহফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code