প্রচ্ছদ

সাপ্তাহিক জনজীবন সম্পাদক আলহাজ্ব ছমির উদ্দিন আর নেই

  |  ১৫:০৯, অক্টোবর ১৯, ২০২৩
www.adarshabarta.com

Manual1 Ad Code

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”

Manual7 Ad Code

ব্রিটিশ বাংলা জার্নালিস্ট ইউনিয়ন ইউকে-র প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট, সাপ্তাহিক জনজীবন এর প্রতিষ্ঠাতা-সম্পাদক আলহাজ্ব ছমির উদ্দিন আজ বুধবার ১৮ অক্টোবর, বিকেল ৩ টায় হোয়াইট চ্যাপেলের রয়েল লন্ডন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগামী শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে বাদ জুম্মাহ জানাজা শেষে লন্ডনে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Manual7 Ad Code

তিনি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি যুক্তরাজ্য শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন একজন সজ্জন, নিষ্ঠাবান সমাজকর্মী, সাংবাদিক, আধুনিক মনস্ক ও পরহেজগার ব্যক্তি।

Manual3 Ad Code

স্বাধীনতা ও বাঙালি জাতিরাষ্ট্রের রূপকার সিরাজুল আলম খান এর একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। তার ধ্যান ধারণা ছিলো শোষণহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের মুক্তি। তিনি ছিলেন একজন সমাজসচেতন-রাজনৈতিক ব্যক্তিত্ব।

তাঁর এই আকম্মিক মৃত্যুতে আমরা সত্যি মর্মাহত ও গভীর শোকাভিভূত। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাদ্বয় ও অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। আমরা তাঁর বিদেহি আত্মার শান্তি কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

গিয়াসউদ্দিন আহমদ
সাধারণ সম্পাদক
ব্রিটিশ বাংলা জার্নালিস্ট ইউনিয়ন ইউকে

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code