প্রচ্ছদ

নতুন উত্তেজনা যুক্তরাষ্ট্রে চীনা কনস্যুলেট বন্ধের ঘোষণায় দুই দেশের মাঝে

  |  ১৭:৩৮, জুলাই ২২, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

মার্কিন সরকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে। এ পদক্ষেপকে রাজনৈতিক উস্কানি হিসেবে মনে করছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে মার্কিন সরকারের এ পদক্ষেপকে ‘বেপরোয়া’ এবং ‘বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করেছে বেইজিং। আগামী শুক্রবারের মধ্যে কনস্যুলেট বন্ধের নির্দেশের এ ঘটনায় বেইজিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। বিবিসির খবরে বলা হয়, কনস্যুলেট বন্ধে মার্কিন সরকারের হঠাৎ নেয়া এ সিদ্ধান্তে বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশের চলমান টানাপোড়েনে আরও উত্তেজনা বাড়ানো হলো।

বুধবার এবিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, যুক্তরাষ্ট্র হঠাৎ করে হিউস্টনে চীনা কনস্যুলেট জেনারেল বন্ধের নির্দেশ দিয়েছে। এটি চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা রাজনৈতিক উসকানি, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মনীতির গুরুতর লঙ্ঘন।

চীন-মার্কিন সম্পর্ক ইচ্ছাকৃতভাবে দুর্বল করার উদ্দেশে যুক্তরাষ্ট্র কনস্যুলেট বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। চীন এ ধরনের অবমাননাকর এবং অযৌক্তিক পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে মারাত্মক ক্ষতি করবে এ সিদ্ধান্ত।

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান ওর্টাগাস বলেন, আমেরিকার গোপনীয় তথ্য রক্ষার স্বার্থে কনস্যুলেট বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হিউস্টনের পুলিশ জানায়, কনস্যুলেট ভবনে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, কনস্যুলেট ভবনের ভেতরে চীনা কর্মকর্তারা তাদের নথিপত্র পুড়িয়ে ফেলছেন।