প্রচ্ছদ

দেশে করোনা থেকে একদিনে সুস্থ ৫৫৮০ জন

  |  ০৯:৪৯, জুলাই ১২, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছে পাঁচ হাজার ৫৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছে ৯৪ হাজার ৫২৪ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বুলেটিনে অধ্যাপক নাসিমা বলেন, নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৬৬৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে দুই হাজার ৬৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন।

ডা. নাসিমা বলেন, ‘এ ছাড়া করোনাভাইরাসের কারণে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১১ নারী। এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২০ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ জনের মধ্যে ছয়জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন।

Manual1 Ad Code

অধ্যাপক নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগের ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের ছয়জন, সিলেট বিভাগের চারজন, রংপুরের দুজন ও বরিশাল বিভাগের দুজন মারা গেছে।

এছাড়া ডা. নাসিমা বলেন, বিভাগভিত্তিক শতকরা মৃত্যুর হার ঢাকা বিভাগে ৫০ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ২৬ দশমিক ২৮, রাজশাহীতে ৫ দশমিক ১৪, খুলনায় ৫ দশমিক ১৪, বরিশালে ৩ দশমিক ৬১, সিলেটে ৪ দশমিক ৩৮, রংপুরে ৩ দশমিক ১০ শতাংশ এবং ময়মনসিংহে ৩ দশমিক ২৪ শতাংশ।

Manual2 Ad Code

ডা. নাসিমা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় ১১‌ হাজার ৫৯ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্য থেকে দুই হাজার ৬৬৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২১০ জনের নমুনা সংগ্রহ হয়েছে।

Manual4 Ad Code

ডা. নাসিমা বলেন, গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে আজ দেশে এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৬ ভাগ।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code