প্রচ্ছদ

এডভোকেট সাহারা খাতুন আর নেই

  |  ১০:২৯, জুলাই ১০, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি ব্যাংককের বামরুনগ্রাড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। থাইল্যান্ডের স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual2 Ad Code

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

গত ৬ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নেয়া হয়।

Manual6 Ad Code

গত ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় এডভোকেট সাহারা খাতুন রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

Manual3 Ad Code

এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেয়া হয়।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code