প্রচ্ছদ

যে পাঁচ বিষয় জানা থাকলে সফল হবেন

  |  ২০:৫৯, জুন ৩০, ২০২০
www.adarshabarta.com

Manual1 Ad Code

জীবনে সফল হওয়ার নানা রকম উপায় সম্পর্কে অনেকেই বলে থাকেন। এছাড়া কিছু ব্যাপারে সাবধান বাণীও চোখে পড়ে। চাণক্যের মতে জীবনে সফল হওয়ার জন্য সব সময়ে পাঁচটি বিষয়ে উত্তর প্রস্তুত রাখতে হয়।

Manual3 Ad Code

জেনে নেওয়া যাক কী সেই পাঁচটি বিষয়
১। সময় কেমন যাচ্ছে? বুদ্ধিমান ব্যক্তি নিজের অবস্থান সম্পর্কে অবহিত থাকেন। খারাপ সময় আসলে তারা ধৈর্য্য রাখতে জানেন। ভালো সময়ে আসলেও তারা কখনো অহঙ্কারী হয়ে পড়েন না।

Manual2 Ad Code

২। কে বন্ধু ও কে শত্রু? যে মানুষের কাছে এই উত্তর পরিষ্কার, তার জীবন অনেক সহজ। তাই চাণক্যের উপদেশ, আসল বন্ধুদের চিনতে শিখুন। বন্ধুরূপী শত্রুদেরও চিনে রাখুন।

৩। বাসস্থান কোথায়? নতুন বাড়ি যদি কেনেন, তাহলে কেনার আগে জেনে রাখা উচিত, সেই স্থান কতটা বাসযোগ্য। তাই বাড়ি কেনার আগে ‘বাসস্থান কতটা বাসযোগ্য?’ এই প্রশ্নের উত্তরটা পরিষ্কার রাখুন।

৪। আপনার আয় কত ও খরচ কত? নিজের কাছে এই প্রশ্নের উত্তর সব সময়ে প্রস্তুত রাখুন। এটা থাকলেই আপনি সঞ্চয়ী হয়ে উঠতে পারবেন।

Manual3 Ad Code

৫। কোন বিষয়ে আপনার দক্ষতা রয়েছে? অনেকেই বহুমুখী প্রতিভার অধিকারী। কিন্তু তার মধ্যে কোনটিতে আপনার সবথেকে বেশি দক্ষতা, সেই বিষয় নিশ্চিত থাকুন। এতে ক্যারিয়ারে আপনি সহজে এগিয়ে যেতে পারবেন।

Manual4 Ad Code

(সংগ্রহে: মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা)

Manual1 Ad Code
Manual4 Ad Code