প্রচ্ছদ

করোনাভাইরাসে ৩ ক্ষেত্রেই শীর্ষে যুক্তরাষ্ট্র

  |  ১৮:২৪, এপ্রিল ২৫, ২০২০
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শ বার্তা ডেস্ক :

Manual8 Ad Code

করোনা থেকে সেরে উঠেছে যুক্তরাষ্ট্রের ১ লাখেরও বেশি মানুষ। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও ‍মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ হাজার ৩৩২ জনের প্রাণহানি হয়েছে। তবে একই দিনে সুস্থের সংখ্যাও বেড়েছে। দেশটিতে করোনা থেকে সেরে উঠেছে ১ লাখেরও বেশি মানুষ।

Manual2 Ad Code

আক্রান্ত, মৃত ও সুস্থ তিনক্ষেত্রেই শীর্ষে রয়েছে সামরিক শক্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এ দেশটি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার রাতে আক্রান্ত ও মৃত্যুর পর সুস্থের হিসাবেও সব দেশকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। আগের দিন প্রথম দেশ হিসেবে জার্মানিতে এক লাখের বেশি মানুষ সুস্থ হয়েছে। একদিনেই যুক্তরাষ্ট্র তাদের টপকে গেলো।

Manual3 Ad Code

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ৯ লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দেশটির ৫২ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ। আর দেশটির ৫০ লাখ ৭৬ হাজারেরও বেশি মানুষকে করোনা টেস্ট করা হয়েছে।

Manual1 Ad Code
Manual5 Ad Code