প্রচ্ছদ

বড় ধরনের খাদ্য সংকটে পড়বে বিশ্ব, এখনই প্রস্তুতি নিতে হবে: জাতিসংঘ

  |  ১৮:২০, জুন ১০, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual8 Ad Code

বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব। গত ৫০ বছরের মধ্যে এতোবড় সংকট কেউ দেখেনি বলে সতর্ক করল জাতিসংঘ।

Manual8 Ad Code

মঙ্গলবার (৯ জুন) জাতিসংঘের পক্ষ থেকে বলা হয় এই খাদ্য সংকট মোকাবিলায় প্রতিটি দেশকে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।

Manual3 Ad Code

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়, এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, করোনাভাইরাস মহামারির ফলে দরিদ্রদের জন্য জরুরি ভিত্তিতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। কারণ এর ফলে সৃষ্ট মন্দার কারণে তাদের মৌলিক পুষ্টির চাহিদা নাগালের বাইরে চলে যেতে পারে।

তিনি আরও বলেন, বিশ্ব গভীর খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। এর ফলে লাখ লাখ শিশু ও প্রাপ্তবয়স্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। এখনই সেটা নিয়ন্ত্রণের জন্য আমাদের কাজ করতে হবে।

Manual3 Ad Code

গুতেরেস জানান, যেসব দেশে প্রচুর খাদ্যশস্য রয়েছে যেসব দেশেও খাদ্য সরবরাহ শৃঙ্খলা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। মহামারির প্রভাবে এই বছর বিশ্বের প্রায় ৫ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়ার ঝুঁকিতে আছে। যেসব শিশুরা পুষ্টির অভাবের শিকার হবে তাদের মধ্যে এর প্রভাব সারাজীবন থাকবে।

Manual1 Ad Code
Manual6 Ad Code