প্রচ্ছদ

যুক্তরাষ্ট্রে ডাঃ কাজী জিয়াউদ্দীন আহমেদ মৃত্যু: বিভিন্ন মহলের শোক

  |  ০৯:১৪, জুন ০৪, ২০২০
www.adarshabarta.com

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ :

কোভিড-১৯ এর সাথে দীর্ঘ দু’মাসের লড়াইয়ের পর ডাঃ কাজী জিয়াউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। রবিবার (৩১ মে ২০২০) বাংলাদেশ সময় সকাল ১১.৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এর স্টেটন আইল্যান্ড বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।

১৯৯৬ সালে ডাঃ জিয়ার তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতায় সবুজমতি ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি এবং সবুজমতি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠা করেছিলেন একজন সংসদ সদস্য।

১৯৯৮ সালের দীর্ঘস্থায়ী প্রলয়ঙ্করী বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সার্বিক সহায়তায় তাঁর নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরন করবে জাতি।

সমাজসেবী ডাঃ কাজী জিয়াউদ্দীন আহমেদ ২০০৫ সালে স্বপরিবারে আমেরিকায় নতুন জীবন শুরু করেন। নিউইয়র্ক স্কুল ফর মেডিকেল এন্ড ডেন্টাল অ্যাসিস্টেন্টস প্রতিষ্ঠানে তিনি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। খবর বাপসনিউজ।

এদিকে, সমাজসেবী ডাঃ কাজী জিয়াউদ্দীন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আমেরিকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক পেশাজীবি সংগটনের নেতৃবৃন্দ। পৃথক পৃথক বিবৃতিতে সকলেই মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেছেন।

শোক জ্ঞাপনকারীগণ হলেন : বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র-এর সভাপতি ডঃ নুরান নবী, সাধারন সম্পাদক রেফায়েত চেীধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম, ভৃতত্ত্ববীদ গিয়াস উদ্দীন আহমেদ, সাংবাদিক মোঃ নাসির, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ডঃ প্রদিপ কর, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মোহম্মদ আলী সিদ্দিকী, এ্যডভোকেট শাহ মোঃ বখতিয়ার আলী, শরীফ কামরুল আলম হীরা, সাদেকুল বদিউজ্জান পান্না, সাংবাদিক হেলাল মাহমুদ, আসাফ মাসুক, অধ্যাপক মমতাজ শাহানাজ, মিজবাহ আহমেদ, ফরিদ আলম , কায়কোবাদ খান, জালাল উদ্দিন জলিল, মনজুর চৌধুরী, রুমানা আক্তার , আতাউর রহমান তালুকদার, মিজানুর রহমান চৌধুরী, জাহিদ হাসান, শহিদুল ইসলাম, এমএ করিম জাহাংগীর, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চেীধুরী, খুরশিদ আনোয়ার বাবলু, মুক্তিযোদ্ধা নজমুল ইসলাম চৌধুরী , মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ, ইলিয়াস রহমান, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চেীধুরী রুমানা আক্তার, শহিদুল ইসলাম, আতাউর রহমান কামাল, নাদের মাষ্টার, মনজুর চেীধুরী, জাহাংগীর কবির, দেওয়ান আশরাফ, দেলওয়ার হোসেন, আতাউর রহমান, সাখাওয়াত হোসেন, শারমিন আক্তার, নাহিদা পারভিন , শেখ জামাল আহমেদ, সেবুল মিয়া, ইফজাল আহমদ চৌধুরী, মাহমুদ, ফরিদ উদ্দিন, খন্দকার জাহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ কল্লোল, ওসমান গনি, সুহাস বডুয়া, দেলওয়ার মানিক, শাহাদত হোসেন, দেলওয়ার, শরীফ জাহাংগীর আলম, হাসান জিলানী, এবিএম মিজানুল হাসান, আতাউর তালুকদার , আলমগীর, সাজ, মাইনুদ্দীন, ডঃ সুলতান মাহমুদ, ডঃ মকবুল হোসেন তালুকদার, মোঃ আলমগীর, জাকির হোসেন, জামাল মিয়া, মিজান চৌধুরী, জিয়া, ফিরোজ আহমেদ, ফিরোজ মাহমুদ সহ নিউইয়র্কের আরও অনেক গন্যমান্য ব্যাক্তিগণ।