প্রচ্ছদ

আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর শোক, স্মরণ ও ফাতেহা কন্ফারেন্স অনুষ্ঠিত

  |  ১২:৩৯, মে ১৯, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

Manual1 Ad Code

আওলাদে রাসূল (সা.) পীরে কামেল সৈয়দ ওমর ফারুক (রহ:) এর সদ্য ওফাতে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর শোক, স্মরণ ও ফাতেহা কন্ফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ মে রবিবার বাদ মাগরিব নিউইয়র্কস্হ সংগঠনের কার্যালয়ে বাংলাদেশের চট্টগ্রামের পটিয়াস্হ বড় আউলিয়া গ্রামের পবিত্র দরবার শরীফের মশহুর ওলীয়ে কামেল হযরত সৈয়দ শাহ সুলতান (রহ:) বংশধর হযরত আবদুস সালাম ওলী (রহ) এর পৌত্র ও বিশিষ্ট ওলী হযরত সৈয়দ আব্দুল মাবুদ (রহ) এর সুযোগ্য সন্তান গদিনশীন পীর ওলীয়ে কামেল সৈয়দ ওমর ফারুক (রহ) এর সদ্য ইন্তেকালে সংগঠন গভীর শোক প্রকাশ ও ফাতেহা মাহফিলের আয়োজন করে। এতে সালাতু সালাম ও মুনাজাত পাঠ করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা মাহমুদ আলী। মাহফিলে ভিডিও কন্ফারেন্সে সংগঠনের কার্যকরী সভাপতি সৈয়দ হেলাল মাহমুদ ও মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবন্দ শরীক হন। নেতৃবৃন্দ উক্ত সৈয়দ পরিবারের ন্য্যায় আওলিয়া কেরামের অনুসরণে নবীপ্রেমের প্রকৃত ইসলাম আহলে সুন্নাতের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। মাহফিলে চলমান করোনার প্রকোপ থেকে বিশ্ব মানবতার তরিৎ মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করা হয়। (বিজ্ঞপ্তি)

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code