প্রচ্ছদ

জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারে আইজিপির ঈদ উপহার

  |  ২০:১৯, মে ১৩, ২০২০
www.adarshabarta.com

Manual1 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

Manual1 Ad Code

আদর্শবার্তা কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। প্রিয়জন হারানো এসব পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

চলমান করোনাযুদ্ধে জীবন বিলিয়ে দেয়া সাত পুলিশ সদস্য ও গত বছর ২০১৯ সালে দায়িত্বরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১৯১ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়েছে। পুলিশ সদর দফতর থেকে বুধবার (১৩ মে) পাঠানো এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য এবং ঈদের পোশাক।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বছর ১ মার্চ আনুষ্ঠানিকভাবে ঢাকায় এবং ঢাকার বাইরে প্রতিটি ইউনিটে পুলিশ মেমোরিয়াল ডে পালনের মধ্য দিয়ে স্মরণ করে থাকে। এছাড়া তাদের পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে পুলিশ সদর দফতরের কল্যাণ শাখা থেকে নিয়মিত খোঁজ-খবর নেয়া হয়।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code