নির্বাচন হবেই কেউ ঠেকাতে পারবে না :এ এম এম বাহাউদ্দীন

আদর্শবার্তা ডেস্ক :
দৈনিক ইনকিলাব সম্পাদক ও জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন বলেছেন, বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচন নিয়ে চলছে ষড়যন্ত্র। তবে জাতীয় সংসদ নির্বাচন সময় মতোই হবে কেউ ঠেকাতে পারবে না। কোনো ষড়যন্ত্র নির্বাচন ঠেকাতে পারবে না।
গতকাল চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ও বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন পীর সাহেব প্রিন্সিপাল মোহাম্মদ মাহমুদুর রহমান। এছাড়া বিশিষ্ট ব্যক্তি ও আলেম ওলামাগণ বক্তব্য রাখেন।
এ এম এম বাহাউদ্দীন বলেন, বাংলাদেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। আর এই মুসলমানদের প্রতিনিধিত্ব করেন আলেম ওলামাগণ, বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ। তাই যারাই রাজনীতি করতে চান, ক্ষমতায় যেতে চান; তাদেরকে অবশ্যই আলেম ওলামাদের মতামতের ভিত্তিতে যেতে হবে।
ইনকিলাব সম্পাদক বলেন, এদেশের তৃণমূল জনগণের সাথে আলেম ওলামা ও পীর মাশায়েখদের রয়েছে আত্মিক সম্পর্ক। সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব ওই এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী। তিনি অত্যন্ত মেধাবী এবং বিনয়ী মানুষ। কুমিল্লা, সোনাকান্দা এলাকার মানুষ তাকে খুবই ভালোবাসেন। তিনি তার প্রতিষ্ঠিত সংগঠন নিয়ে ঢাকায় সমাবেশের আায়োজন করেছেন, এজন্য আমি তাকে মোবারকবাদ জানাই। তিনি বলেন, এই সংগঠনের যুব ও ছাত্ররা ফেইসবুকে নেই। তবে তারা সব পরিবর্তনের অগ্রসৈনিক। ’২৪শের যে বিপ্লব সেখানেও তাদের বড় ভূমিকা রয়েছে। আগামীতেও দেশের কল্যাণে তারা কাজ করবে।
এ এম এম বাহাউদ্দীন বলেন, ইসলামের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। নারী সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা ইসলামবিরোধী, কোরআন-সুন্নাহবিরোধী। আমি আশা করব, পীর সাহেব এ বিষয়ে কথা বলবেন। এদেশে ইসলামবিরোধী কোনো আইন মুসলমানরা মেনে নেবে না।
(সূত্র: দৈনিক ইনকিলাব)