প্রচ্ছদ

জিবি ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে গেট-টুগেদার ও নৈশভোজের আয়োজন

  |  ১৫:৪৮, ডিসেম্বর ২২, ২০২৪
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শবার্তা ডেস্ক:

শুক্রবার ২০ ডিসেম্বর, জিবি ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে পূর্ব লন্ডনের আমার গাঁও রেস্টুরেন্টে এক গেট-টুগেদার ও গালা নৈশভোজের আয়োজন করা হয়।

জিবি ক্লাব সাপ্তাহে একদিন ব্যাডমিন্টন খেলার আয়োজন করে থাকে। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পুর্ব  লন্ডনের সেন্ট হিলডাস সেন্টারে ব্যাডমিন্টন খেলা হয়।

দেখতে দেখতে, ঘটনাবহুল ২০২৪ সাল শেষ হতে চলেছে। আর ধীরে ধীরে আমরা আমাদের স্থায়ী ঠিকানার দিকে এগোচ্ছি। কখন কার ডাক আসবে সেটা বলা মুশকিল, তবে সবার ডাক একদিন না একদিন আসবে এটা নিশ্চিত। যেকোন সময় আমাদের যে কারও কাছে না ফেরার দেশের ডাক এসে যেতে পারে। গত ২০ ডিসেম্বর শুক্রবার ক্লাবের আয়োজনে এ বছরের শেষ খেলার সেশন ছিল। এ উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে খেলা শেষে ব্রিকলেনস্থ আমার গাঁও রেস্টুরেন্টে একটি গেট-টুগেদার ও গালা ডিনারের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক ক্লাব সদস্য ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

জিবি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই গেট-টুগেদার ও গালা নৈশভোজে যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন- টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ও ক্লাবের পেট্রোন মোহাম্মদ আহবাব হোসেন, জিবি ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি বদরুজ্জামান বাবুল, ফিফটি অ্যাক্টিভ ক্লাবের সেক্রেটারি আনফর আলি ও সদস্য বিলাল মোহাম্মদ ফাহিম, কমিউনিটি এক্টিভিস্ট জামাল আহমেদ খান, কমিউনিটির পরিচিত মুখ ও অভিজ্ঞ আম্পায়ার আব্দুল বাছির, বিশিষ্ট ব্যবসায়ী দিলু চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রিপন চৌধুরী ও সৈয়দ ফারহান রহমান সহ প্রমুখ।

ডিনার-পরবর্তী পর্বে, ক্লাবের সভাপতি বদরুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সমন্বয়ক সাদেকুল আমীনের পরিচালনায় ঘরোয়া পরিবেশে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির স্বাগত বক্তব্যে তিনি অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান। পরে সমন্বয়ক ক্লাবের বিগত দিনের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য তুলে ধরেন এবং নতুন বছরের শুরুতে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন। তিনি জিবি ক্লাবের নতুন একটি প্রজেক্ট বাংলা ওয়াকের (Bangla Walk) কথা উল্লেখ করেন।

পরে উপস্থিত ক্লাব সদস্য ও ওয়েল-উইসাররা সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সবাই তাদের আলোচনায় ক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন, খেলাধূলার প্রয়োজনীয়তা ও উপকারিতার কথা বলেন এবং ক্লাবের সাথে সম্পৃক্ত থেকে শারীরিকভাবে সুস্থ থাকার গুরুত্বের কথা উল্লেখ করেন।

এরপর বিগত দিনে জিবি ব্যাডমিন্টন ক্লাবের বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ক্লাবের পক্ষ থেকে টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ও ক্লাবের পেট্রোন মোহাম্মদ আহবাব হোসেনকে একটি ফুলের তোড়া উপহার হিসেবে দেওয়া হয়। জনাব আহবাব হোসেন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে তাকে এই সম্মাননা প্রদানের জন্য ক্লাব সদস্য ও উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন জিবি ব্যাডমিন্টন ক্লাবের জন্য অতীতের মত ভবিষ্যতেও তাঁর সব ধরনের সাপোর্ট থাকবে। এছাড়াও তিনি ক্লাবের পক্ষ থেকে আমার গাঁও রেস্টুরেন্টের মালিক ও সকল স্টাফের প্রশংসা করেন এবং তাদের সকলকে ধন্যবাদ জানান।

শেষে ক্লাবের সদস্য প্রয়াত তারেক হোসেন ভাই সহ সকল মাইয়েতগণের জন্য দোয়া পরিচালনা করেন জনাব বদরুজ্জামান বাবুল।

Manual4 Ad Code

———–

Manual1 Ad Code

সা/আ

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code