প্রচ্ছদ

কোপা আমেরিকার শেষ আটের সূচি

  |  ০৫:৪১, জুলাই ০৩, ২০২৪
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
বাংলাদেশ সময় বুধবার সকালে ‘ডি’ গ্রুপের দুটি ম্যাচ দিয়ে শেষ হয়েছে কোপা আমেরিকার গ্রুপ পর্ব। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এই পর্ব শেষ করেছে কলম্বিয়া। গ্রুপ রানার্স আপ হিসেবে শেষ আটের টিকেট পেয়েছে ব্রাজিল।
ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটি এদিন ১-১ ড্র হয়। অন্য ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারায় কোস্টা রিকা।
শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। আর কলম্বিয়া খেলবে পানামার বিপক্ষে।
এক নজরে কোপা আমেরিকার শেষ আটের সূচি:
তারিখ সময় ম্যাচ ভেন্যু

Manual4 Ad Code

৫ জুলাই শুক্রবার, সকাল ৭টা আর্জেন্টিনা-একুয়েডর এনআরজি স্টেডিয়াম, টেক্সাস

Manual6 Ad Code

৬ জুলাই শনিবার, সকাল ৭টা ভেনেজুয়েলা-কানাডা এটি অ্যান্ড টি স্টেডিয়াম, টেক্সাস

Manual6 Ad Code

৭ জুলাই রোববার, ভোর ৪টা কলম্বিয়া-পানামা স্টেট ফার্ম স্টেডিয়াম, অ্যারিজোনা

৭ জুলাই রোববার, সকাল ৭টা উরুগুয়ে-ব্রাজিল অ্যালিজায়ান্ট স্টেডিয়াম, লাস ভেগাস

(বাংলাদেশ সময় অনুয়ায়ী)

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code