প্রচ্ছদ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প

  |  ১৩:৩৩, নভেম্বর ০৬, ২০২৪
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
শক্তিশালী ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসকে বিপুল ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৫৩৮ টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭৭টি ভোট পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প। এদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২১৯টি ভোট।
তবে শুধু নির্বাচনে জয়ী হয়েছেন তাই ই নয় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে তিনি এমন কীর্তি করেছেন যা তার আগে মাত্র একজন সাবেক প্রেসিডেন্ট করতে পেরেছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই দ্বিতীয় ব্যক্তি যিনি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে গিয়ে পরাজিত হওয়ার পর ফের নির্বাচনে লড়ে প্রেসিডেন্ট পদে জয় পেয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র গ্রোভার ক্লিভল্যান্ডের ঝুলিতেই ছিলো এমন কৃতিত্ব।

Manual8 Ad Code

এ নির্বাচনে জয়ের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code